আমার কবিতা তাদের জন্য যারা ভালোবাসা বোঝে না
আমি তাদের ঘৃণা করি
তাদের রক্তাক্ত হাতের জন্য
যে হাতে অস্ত্র ধরে আছে
আমার কবিতা তাদের জন্য যারা মানুষ মানুষকে হত্যা করে
তাদের জন্য যারা ঘুমন্ত শিশু পুড়িয়ে মারে
শ্মশানে ধারালো নখ বিছিয়ে বসে থাকা
কালো কাকের জন্য।
যে নির্বাক পৃথিবী ঘুরে চলেছে তার জন্য
নিজেকে কিন্নরের ছদ্মবেশে লুকিয়ে রেখেছে
যে রাষ্ট্রনায়ক-- তার জন্য।
মায়ের রক্তাভ আতঙ্কিত মুখের জন্য
ঝান্টার দিকে তাকিয়ে থাকতে থাকতে
যে খড়ের ছাউনি দাউদাউ করে জ্বলে উঠছে তার জন্য।
অবশেষে
ঝাঁকে ঝাঁকে উড়ে যাবে শালিক
তারপর তারা প্রত্যেকে বদলে যাবে
রৌদ্রে ফেটে ওঠা খাঁ খাঁ মাঠের চেহারায়
আমার কবিতা হাতের জন্য।