যদি তোর ডাক শুনে কেউ না আসে..
তবে, তুইও যাস না রে;
তুইও যাসনা, ঝামেলা বাড়াস না,
বোর হবি তুই, একলা যাস না রে।
যদি কেউ কথা না কয়..
তবে তোরও ভারি বয়েই গেছে,
চুপ মেরে থাক রে;
তোর হোয়াটস্যাপ আছে, ফেবু আছে,
লাইকের বন্যা বয়;
কানে মোবাইল গুজে, জগৎ ভুলে,
একলা থাকিস রে।
যদি সবাই ফিরে যায়..
তবে তোর বা কিসের দায় পড়েছে,
বার খাস না রে;
তুই কলির যোগ্য, জীবন ভোগ্য,
আগ বাড়াস না রে;
ও তুই আপনি বেঁচে, পিতার নামটা
বাঁচিয়ে রাখিস রে।
যদি আলো না ধরে..
ওরে অন্ধকারে কেস খাবি তুই
ঘরেই থাক না রে;
তুই ধান্দা বুঝিস, রোকড়া বুঝিস,
নিজের আখের গোছাস রে।