ধরা যাক, আজ সপ্তমী না;
পুজো টুজো কিছু হচ্ছে না কোথাও
নতুন পোশাকে ঘুরে বেড়ানোর
দায় নেই কোনোখানে;
আড়মোড়া ভেঙে আলগোছে হাই,
চা কফির সাথে টিভি খেতে খেতে
গড়িয়ে গড়িয়ে ল্যাদ মেখে গায়
কাটিয়ে দেবো, যেমন কাটে
ছুটির একটা দিন।
ধরে নিলাম, আজ অষ্টমী না;
পুজো টুজো যারা করছে করুক
অঞ্জলি দিতে যাবো না
ভোগ টোগ যদি দিয়ে যায় কেউ
খিচুড়ি ভেবে খাবো চেটেপুটে;
অলস আঙুলে মোবাইলটা ঘেঁটে,
সময়কে নিয়ে ছিনিমিনি খেলে
কাটিয়ে দেবো, যেমন কাটে
ছুটির একটা দিন।
ভেবে নিলাম, আজ নবমী না;
চারের তিন ছুটির দিনে
ড্যাং ড্যাং করে যাবো না কোথাও
পুতুল সাজানো দেখতে;
নেটফ্লিক্স আর টেলিগ্রামে
পছন্দমাফিক মুভি টুভি দেখে
কাটিয়ে দেবো, যেমন কাটে
ছুটির একটা দিন।
যদি ধরে নিই, আজ দশমী না;
করোনা এখনো দাপাচ্ছে বেশ
বিজয়ার তাই সিন নেই;
অছ্যুৎ রোগে সব একঘরে,
কোলাকুলি টুলি ভার্চ্যুয়াল সেরে
মিষ্টি ফিস্টি, বিরিয়ানি টানি
সুইগিতে বুক করে দেবো;
কাটিয়ে দেবো, যেমন কাটে
ছুটির একটা দিন।
এইতো কেমন কাটিয়ে দিলাম
উৎসবহীন পুজো!
ছুটি ফুটি শেষ, লেগে যাও কাজে
পরের বছর যদি বেঁচে থাকি
চুটিয়ে করবো উৎসব পুজো
কবে, কোন দিন, ক্যালেন্ডারে
আগেভাগে রাখি দেগে।