এখানে এলোমেলো শুয়ে আছে
ছিন্নমূল যত ধানের চারা,
সবুজ মাঠ জুড়ে জারি আছে
বকেদের মাছ পাহারা।
দ্রুত সরে যাচ্ছে ফ্রেম থেকে ধাবমান নিসর্গ
পিছনে পড়ে রইল, কোলকাতা-
আমার নষ্ট স্বপ্নের ভুল স্বর্গ।
আড়মোড়া ভেঙ্গে মুক্তি চাইছে আমার ভবঘুরে মন
ভুলতে চাইছে শহুরে বারমাস্যা,
হতাশার সাতকাহন।
পুনরুজ্জীবনের আশ্বাস নিয়ে, হাত্ছানি দিয়ে
ডাকছে পাহাড় - আয়...আয়...
ডাকছে সাগর - আয়...আয়...
বনস্থলী ডাকছে - আয়...আয়...
আয় পাখী,
আমরা তোর আহত ডানায় বিশ্রাম দেবো
তোর ক্লান্ত চোখে সুখ বুলাবো-
আমি এক ক্লান্ত প্রাণ,
সত্য-ত্রেতা-দ্বাপর পেরিয়ে দেখতে চলেছি
কিভাবে,
ঢেউ ভেঙ্গে ভেঙ্গে ধুয়ে দেয় বালিতট;
একবুক আগুন নিয়েও সব ঝড় সামাল দেয় শিলাস্তুপ;
সুর্য্যের থেকে, পৃথিবীর থেকে ভালবাসা নিয়ে
পাতায় পাতায় প্রাণ ছুইয়ে দেয় বনভূমি।
আমার রক্তের ভিতরে এক
বিপরীত স্রোত আমাকে
টেনে নিয়ে চলেছে উত্সমুখের দিকে।
একে একে সব শৃংখল খসে গেছে,
বাহ্যজ্ঞানরহিত আমি ছুটে চলেছি
শুধু আর একবার বেঁচে ওঠার তাগিদে।