আর কত নিয়ম দেখাবে তুমি ?
গন্ডি কেটে আরো কতকাল
ঠিক করে দেবে ভাল-মন্দ, পাপ-পূণ্য !
তোমার উদ্ধত তর্জনীর অনুশাষন
মান্যতা আদায় করে নেয়।
তোমার অমোঘ অঙ্গুলীনির্দেশ
তোতাপাখীর মত বশ্য করে।
কিন্তু আর কতদিন এই প্রশ্নহীন আনুগত্য ?
হ্যাঁ-হ্যাঁ, জানতে চাইছি আর কতদিন!
তোমার শতাব্দীপ্রাচীন, প্রাতিষ্ঠানিক জুজু
ভয় দেখাবে! বাধ্য করবে! কৌশলে
গ্রাস করবে আমার যুক্তি, বুদ্ধি, চিন্তা ?
জেনে রাখো-
যদিও আমি সূর্য্য বা চাঁদ নই,
তুমিও তত বড় রাহু নও!
যে দিয়েছে আমার এই শালপ্রাংশু শরীর;
যার উত্তরাধিকার আমার স্বাধীন চেতনা,
আমার সুর্য্য দেখা - ঊজ্জ্বল আলোকবর্ত্তিকা;
তার কাছে নত হই আমি।
তাকে মানি গুরু, সেই শিক্ষক
আমাকে চিনিয়েছে সঠিক পথ-
যে পথ ঢেকে রাখো তুমি সহস্র
মায়াজাল, অন্ধকার কন্টকছায়ায়...
সেই অদৃশ্য, কাঁচ-স্বচ্ছ, পবিত্র হাত
মুহুর্তে নাশ কোরে ঋণাত্মক
যাবতীয় মূঢ়তার গলিত শব,
আমাকে করেছে আলোকপথযাত্রী ।।