এই আমি বাড়িয়ে দিলাম হাত-
তুমি এসো, এ হাত ধরো।
করতলে ধরা লাজুক পৃথিবী,
হাতের মুঠোয় ভবিষ্যৎনিধি।
এই আমি মেলে দিলাম চোখ-
তুমিও আঁখিপল্লব তোলো।
চোখের তারায় স্বপ্ন-পৃথিবী,
নির্ম্মিয়মান আগামীর ছবি।
এই আমি পেতে দিলাম বুক-
রাখো মাথা, স্থিত সমর্পণ;
প্রশস্ত বুকে উন্মনা পৃথিবী,
হৃৎস্পন্দনে অমরত্বের দাবী।
এই আমার সামনে চলার পা-
সহগমন করো; অনুসরণ না।
পদক্ষেপে অবাক পৃথিবী,
শপথবদ্ধ প্রেমের শুকপাখী।