খুব গভীর থেকে তোমাকে
এক ডুবে তুলে আনতে পারি,
বসিয়ে দিতে পারি ময়ুর সিংহাসনে;
আংটির ফাঁক দিয়ে গলে যায়,
এমন মহার্ঘ্য মসলিনে
ঢেকে দিতে পারি তোমার চিলন শরীর;
রাশি রাশি বসরাই গোলাপ
বিছিয়ে দিতে পারি তোমার পায়ের তলায়।
তুমি শুনতে চাইলে,
একছুটে ডেকে আনবো মিঞা তানসেনকে
তারপর, দীপক আর মল্লারে
আগুন আর বৃষ্টি খেলায় মজে যেতে পারি
তোমার জন্য এক লহমায়
জিতে নেবো ট্রয়, রোম, যে কোনো ভুখন্ড;
তোমারই চোখে অপলক চেয়ে
"দেহি পদপল্লব ..." বলতে পারি
তোমার একটি মাত্র ইশারায়
সেলিম - রোমিয়ো - চন্ডিদাস, সব হতে পারি
শুধু এতকিছুর পরেও
তোমার এককণা মন কি পেতে পারি !