সেই তাকেই,
প্রথম যাকে দেখল এ চোখ
বছর দু'য়েক আগেতে,
সেই ক্ষণেতেই মন বলেছে
এই ঘাটে নাও ভেড়াতে।
সেই তাকেই,
যার হাতে আমার
সোনার কাঠি, রূপার কাঠি ;
বদলে দিলেই এক মুহূর্তে
প্রাণভোমরা জিওনকাঠি।
সেই তাকেই,
যে ছুঁয়ে দিলে সবকালেতেই বসন্ত,
যে ফোটালো বুকে আমার
একটি গোলাপ দূরন্ত -
সেই তাকেই আমি বলতে চাই....
ভালবাসা নাও, হারিয়ে যেওনা।