তোমাকে পাঠালাম শারদীয়ার ঢাক
নির্জন অলস দুপুরে ফেরিওয়ালার ডাক
তোমাকে দিলাম শুকতারার আকাশ
বৃষ্টি ভেজা দিনে মেঘের অবকাশ
তোমাকে দিতে পারি উঠোন জোরা রোদ
উষ্ণতার আদর মাখা বন্ধুতার বোধ
তোমাকেই দেবো নীলকন্ঠ পাখীর খোঁজ
তোমার গল্প যে আমাকে শোনায় প্রতি রোজ
ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে তোমারই জন্য থামি
বলতে তোমায় - বন্ধু, তুমি সবার থেকে দামি।।