পাড়া শুধু আর দৈর্ঘ্য প্রস্থ নয়
পাড়া এখন উচ্চতায় বাড়ে
সারি সারি ঊর্ধমুখ পায়রার খাপরায়
পড়শী পাখিরা পায় দিনান্তের আশ্রয়
দেশলাই বাক্সের মত বদ্ধ অপরিসরে
দুটি তিনটি ক্ষুদ্রপ্রাণ বসবাস করে
অথবা, যে ব্যক্তির আছে পকেটের জোর
ছিটমহলে উপরি পাওনা - স্বপ্নের আচর
পুকুর বুজিয়ে, সবুজ উপড়ে সাফ
ছোট পাত্রে বনসাই বেশি প্রিয়
মুখোমুখি বসে আলাপচারিতা ভুলে
নেটে এসএমএস-এ মেকি সম্পর্ক শ্রেয়
পায়ের তলায় মাটি নেই আজ কোথাও
মাথার উপর খোলা আকাশ - উধাও
নিরালম্ব, ত্রিশঙ্কু এই বাঁচা
মহানগরীর লোকারণ্যে আকাংখিত খাঁচা
একা একা এই কূপের মধ্যে বাস
প্রতিবেশী যেন ভিনগ্রহবাসী প্রাণী
পাশাপাশি ঘরে যোগাযোগ বিচ্ছিন্ন
যত্নে গড়া বহুমূল্য স্বেচ্ছা পরবাস।।