পাশাপাশি বসে চারটে , টেবিলে কাজ
মুখ আগুপিছু একে ওকে দেখে নেওয়া
হাতে হাতে ঘোরে গরম খবর, চা।
বুদ্ধ - মমতা তর্ক, সুদোকু ধাঁধা।
ঠিক একটায় টিফিন কৌটো খোলা
ধোঁয়া উড়িয়ে দুপুর গড়িয়ে ঘুম
সুখ তো শুধুই স্বপ্নে - এই জানি
ঘুমে তবু তাকে যতটুকু যায় ছোঁয়া।
অলস সময় কেটে যায় উদাসীন
কমে গেছে কাজ, বেড়েছে চিন্তাচাপ;
বুক দুরু দুরু, কতদিন, আর কতদিন!
শোভাযাত্রা কি নিরঞ্জনের পথে?
... এসব এখন বিগত দিনের কথা
এখন আমি অন্য ঘোড়ায় আসীন
নিরাপত্তার বলয় করতে দৃঢ
ছুটছে রানার, বেদম ইঁদুর হয়ে।
রাতে এখন ঘুম আসেনা চোখে
কথা, হাসি, গান ভুলেছি কাজের চাপে
ঠান্ডা মর্গে চারপাশে শুধু শব
শ্বাস নিতে ভয়ে অন্তরাত্মা কাঁপে।
সেখানে তবু প্রাণ ছিলো, খোলা হাওয়া
হঠাত কখনও বিশু পাগলের গান
এখানে যক্ষপুরীতে মক্ষীরানির
ফাঁদেতে ওষ্ঠাগত বগার প্রাণ।।