ঘুম জাগা চোখে বৃষ্টির জলছবি,
ঘুমে জাগরণে বৃষ্টিই সাথী তবু,
স্মৃতির দেওয়ালে চুয়ে চুয়ে জল নামে
ছুয়ে ছুয়ে যায় ব্যথার বালিয়াড়ি।
বুকের গভীরে ঝিরিঝিরি ধারাপাত,
জলরেখা সব ছোট ছোট নদী যেন,
গড়ছে ভাঙছে সভ্যতা, জনপদ;
একা দর্শক ঢেউ গুনি আনমনে।
মেঘেরা তখন অন্ধ হয়েছে জানি,
ঘন তমিস্রা গলিত লাভার স্রোতে
ভেঙে পড়ে, যত অচলায়তন পরে;
ধ্বংসস্তুপে সুচেতনা কথা বলে।।