কিসের এত রংঢং
কিসের জাঁকজমক
ভাবছো সবাই করবে সেলাম
দেখলে তোমার ঠমক
মিথ্যে দিয়ে সাজানো
এই ফোপরা ইমারত
টিকবে কদিন? বলবে সেটা
অদূর ভবিষ্যৎ
অন্ধ, তোমায় ঘিরছে
যত মূর্খ সভাসদ
ভাবতে যেদিন শিখবে মানুষ
করবে তোমায় রদ
চেঁচিয়ে করবে জয়
এত শক্তি কি তোমার আছে?
ফাকা আওয়াজে ভয় পাইনা আর
ভয় শুধু তোমার ছোঁয়াচ - এ