কবিতা হ’ল কবির অনুভূতি
ছোট ছোট সুখ, ছোট দুঃখের স্মৃতি
চলার পথে ছড়ানো উপকরণ
কবিতা সেসব প্রকাশের ব্যাকরণ
কবিতা আসলে কবির সুক্ষ প্রাণ
গতানুগতিক রোজনামচায় ম্লান
সে সব তারাই আলো বিকীরণে মাতে
যেখানে কবি একলা থাকে চুপ
কবিতা খানিক এলোমেলো হিজিবিজি
কবির মনের স্বরলিপি যেন লেখা
বুঝবার নয়, বাজে শুধু তার প্রাণে
যার চোখে আছে রামধনু আলো মাখা
কবিতা নাহয় শুধুই কবির হোক
অনধিকারীর অভিধান বাজেয়াপ্ত
তুমিও বুঝবে, হয়তো তুমিও পারো
যদি পেয়ে থাকো পাখীর মত চোখ