ধর্ম হল সে, যে ধারন করে;
প্রবৃত্তির লাগাম ধরে মনের দেউলে আলো করে।

ধর্ম হল তাই, যা জাগিয়ে তোলে;
আনতমুখী পদ্মকুড়ির পাপড়ি খোলে।

ধর্ম হল গুরু, যে পথ দেখায়;
ভিতরবাড়ির কপাট খুলে স্বরূপ চেনায় ।

ধর্ম সেই বন্ধু, যে রক্ষা করে;
মায়ার বাঁধন ছিন্ন করে মুক্ত করে ।।