চৈত্রের অবসানে,
বৈশাখের এই প্রথম দিনে,
মনে আছে আশা
আর প্রাণে বাজে সুর;
যা কিছু বাংলা,
তা সবই মধুর।
বাংলা মায়ের আশীষ নিয়ে
ধন্য হতে চাই,
এমন একটি দিনে,
তাই সবাইকে জানাই -
"শুভ নববর্ষ"
ভুলে যাও গ্লানি যত
মনে আনো হর্ষ,
নতুন বছর আনবেই জেনো
সমস্ত উৎকর্ষ ।।