আমিই তো সেই হ্যাংলা হয়ে
তোর কাছে যাই, ঘুরঘুর করি;
তুই তো থাকিস ঘ্যাম্ টি নিয়ে,
তোর নিজস্ব দেমাকপুরে।
যখন তখন গোঁসা করিস
মুখ ঘুরিয়ে, অসাবধানে
ভুলেও যদি ঠোস্ ফেলেছি
'ইগো'র গায়ে,
মান ভাঙ্গাতে কে আসে বল ?
গায়ে মাথায় হাত বুলিয়ে;
তেমন তেমন দুঃখ হলে,
আমার কিন্তু হাতখানি নেই;
তোর কি অত সময় আছে !
ফিরিস্তি দিস কাজের, বালাই।
আমি তবে কার কাছে যাই ?
হৃদয় খুলে কাকে দেখাই ...
আমায় এমন নিঃস্ব করে
তুই যদি নিস 'মই' টা কেড়ে -
কেমন হবে ?
হঠাৎ যদি,
হন্টন দিই,
দিকশূন্যপুরে ?