আর কতবার নত হব মৃত্যুর কাছে!
আরও কতবার শেষ প্রণামে ছুঁতে হবে
এক জোড়া প্রস্তর শীতল পা!
মহাপ্রস্থানের পথে, কতবার বিদায় দিয়েছি
স্বজন, বন্ধু, প্রিয়সঙ্গকে..
বারবার পুড়েছে দেহঘট, আছড়িয়ে মাটির কলস
পিছন ফিরে তাকাইনি আর।
হৃদয়ের কুলুঙ্গিতে তুলে রেখেছি বিগত সম্পর্ক।
উড়ো খই, অস্থি ভস্ম ভেসে গেছে
অস্থির সময়ের স্রোতে, সাক্ষী থেকেছে মহাকাল
থিতু হয়ে বসতে শোকেরও তো
চাই, পাখির ডানার আশ্রয়
দু ফোঁটা চোখের জলে কি তৃষ্ণা মেটে তার!
আমি তাকে খুঁজেছি বৃথাই
ফাঁকা ফ্রেমে, ধুপের গন্ধে আর রজনীগন্ধায়।
সময়ের ধারাপাতে পাতা পড়ে, পাতা জোড়ে
ধুলো হয়ে গেছে কত মুখ
ধুলো পড়ে পড়ে ধুসর হয়েছে এলবামের ছেঁড়া পাতা
বিস্মৃতির শীতঘুমে সারি সারি হারানো ঠিকানা!।
চুল্লীর গনগনে আঁচে পোড়ে স্মৃতির হিম জাড্য
ভাবি, ঠিক আর কতদিন পরে
তুচ্ছ এই জীবন ফুরিয়ে গিয়ে
আমিও হয়ে যাবো এক জোড়া প্রস্তর শীতল পা।