সরোদে সুর তুললেন শিল্পী -
মিঁয়া কি মলহার!
তখন রাত্রি প্রথম প্রহর,
আমায় ঘিরে বৃষ্টি নামলো।
নিষাদ, শুদ্ধ আর কোমলের দ্বন্দ্বে
ধৈবত কে ঘিরে ঘিরে নাচছে;
কদম রেণু নাকে এসে লাগছে;
আমার ভিতরের কানে বাজছে,
বাণী জয়রাম গাইছেন-
'বোলো রে পাপি হরা...' !
...
পারতেন, তাঁরা পারতেন
সুরের যাদুতে, কি রসায়ন গুণে
বৃষ্টি নামাতে পারতেন।
...
আমরা,
সাংখ্য যুগের আধুনিক মানুষ
দুনিয়াটাকে মুঠোয় নিয়ে ঘুরি
এই দুঃসময়ে, সময় বড় কম,
তাই,
মননে নেই, বিপণনে আছি;
রুচি বদলে কাঁচাবাদাম
গিলে চোঁয়া ঢেকুর তুলছি।।