ফিরে এসো হে বৃদ্ধ পিতা
ফিরে দাও সাড়া
কি অভিমানে হে বুজেছো চোখ
কেন হতে চাও কাছ ছাড়া?
এখনও আরো বাঁচতে হবে!
বিষাদ ছিলো তোমার কন্ঠে
প্রিয়াহীন দেশে লাগে না মন
অর্থহীন, সবই অসার লাগে
বেঁচে থাকাও তো বড়ই বিষম দায়
প্রতি পদক্ষেপে হোঁচট
শুধু দৃষ্টি নয়, আবছা হয়েছে সবই
অসাচ্ছন্দ্য সবখানে হয়েছে প্রকট
তবুও তো ধুকপুক করে প্রাণ
এখনও আছে বুঝি শিকড়ের টান
উচাটন মন, বুঝি দ্বিধা আর দ্বন্দ্বে
যদিও রয়েছ তুমি গভীর সুসুপ্তিতে
অথবা, যদি তাই চাও হে আদিম পিতা
মুছে দাও আয়ু, ভেঙ্গে দাও দেহঘট;
শেষ হোক পার্থিব পথচলা, মধুময়
যাত্রাশেষে অনন্তে বিলীন হোক প্রাণ।
##
অন্তিম শয্যায় শায়িত, রোগ জর্জরিত পিতৃদেব এর উদ্দেশ্যে লেখা। এ এক অদ্ভুত দোলাচল! জীবনের আশা নেই, মৃত্যুও দীর্ঘায়িত - সন্তানদের মানসিক কষ্ট সীমাহীন। গত ৪ঠা জানুয়ারী অবশেষে সব কষ্টের সমাপন হয়। উনি অমৃতলোকে পারি দেন।