জানি, জীবন অনিত্য, তবু
তাকেই জড়াতে চাই বারে বার;
মায়াময় এই সংসার,
কতো রূপের সাজানো সম্ভার!

আজকের ফোটা ফুল
সময় পেরিয়ে হয় বাসী,
তবু, আজ সে তো সুন্দর..
সে রূপ দেখতে ভালোবাসি;
প্রতিটি প্রাণ, বিন্দু থেকে মহীরুহ-
সৃষ্টির কি অপূর্ব মমতায়
চেতনার মহাসমুদ্রে উঠছে, ফুটছে, ডুবছে,
কি রহস্যে! নিয়মের কোন দ্যোতনায়!

অসীম এ মহাবিশ্বে
কত শক্তি করে খেলা, তবু
তারা নিষ্প্রাণ, একমাত্র সজীব
এই গ্রহটুকু, প্রাণ অফুরান!
লক্ষ কোটি প্রাণ,
নিমেষে জন্ম নেয়, নিমেষে মিলায়..
কেউ জানেনা, কখন, কোথায়;
তবু সৃষ্টি চলে,
প্রবৃত্তির কি আদিম তাড়নায়!
সেই সৃষ্টি, জীবন যার নাম
আমি মুগ্ধ হয়ে দেখি তার বিচিত্র প্রকাশ,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
কানায় কানায়।