এ এক বিচিত্র আঁধার!
চারপাশ এক অদ্ভুত কুয়াশার আস্তরে মোড়া;
কাছাকাছি কোনো মুখ নেই,
শুধু মুখোশের প্রদর্শনী -
এই বিষাদবেলায় তোমার মুখ মনে পড়ে।
শিকড় জড়িয়ে থাকা মাটির কণারা খুব দ্রুত
চোরাবালি হয়ে আমাকে টানছে,
অন্ধকারের উৎস মুখে;
সেই অন্ধকারের উৎস হতে, উৎসারিত
আলোর মত তোমার মুখ মনে পড়ে।
অথবা, এই দহনকালই হয়তো ভালো!
লেলিহান তেজে একবার আগুন হয়ে দহ।
দগ্ধ হোক চেতনার শৈবাল জড়ত্ব,
ভস্ম হোক অস্তিত্বের মিথ্যে অভিমান,
আর একবার খান্ডবগ্রাসে দূর করো
সীমাহীন অগ্নিমান্দ্য, এই বিস্বাদবলয়।
তারপর বৃষ্টি হয়ে এসো।
মমতায়, করুণায়, মাটিকে আযোনি ভিজিয়ে দাও,
সম্ভাবনার অঙ্কুরের কোষে কোষে সঞ্চারো
ভালোবাসার মধু;
প্রথম সূর্যের অহনার চুম্বন
ঝরে পড়ুক অকৃপণ ধারায়;
আগামীর পৃথিবী মধুময় হোক প্রতি রজঃকণায়।।