ছিলাম তো এক লক্ষীছাড়া
তুমি আমার লক্ষী হলে
উড়ো আমার মনটাকে এক
ভালোবাসার ঘর চেনালে
ঘর বেঁধেছি কোনকালে সেই
বছর বিশেক পেরিয়ে এলাম
এই দিনটায়, সাক্ষী রেখে,
দুজন কাছের মানুষ হলাম
সময় নদী বইছে দেখো,
কত জোয়ার কত ভাটা
সামাল দিলাম তুফান কত
ভাবতেও লাগে বুকের পাটা
এইভাবেতেই কাটিয়ে দেবো
আরো বছর দু-তিন কুড়ি
যতই কেনো বাড়ুক না বয়স
মনটা থাকুক সবুজ কুঁড়ি।
মিঁয়া বিবি আছেন রাজি
মাথার ওপর আছেন কাজী
রাখীর দিনে শপথ নিলাম
থাকবো চির কাছাকাছি।।