সে ছিলো একদিন আমাদের
সে ছিলো একদিন
আগুনে ঝাঁপ দিয়ে শুধেছি
প্রতিবাদের ঋণ
জীবন তখন বেপরোয়া ছিলো
আবেগ লাগামহীন।
এখন হয়েছি বুদ্ধিজীবী
বিবেকের ঘরে দিয়েছি চাবি
মোটা খোরপোশ আর তাঁবেদারি
করে বাড়িয়েছি চর্বি।
তাই বলে প্রতিবাদ ভুলেছি
এমন তো নয় মোটেই!
মোমবাতি জ্বেলে কেতাদুরস্ত
গুটি গুটি পায়ে সড়কে হেঁটেছি
ব্যকরণগত সঠিক রঙের
মোড়কে ঢেকেছি আবেগ।
নিরাপত্তার সাথে আপোষ করেছি
জীবন ভাবনাহীন।