রবি ঠাকুর তুমি সবার ঠাকুর হয়েও
আত্মতৃপ্ত হওনি কোনোদিন,
তা তোমার লেখা হোক,বা জীবন
এক বিশাল অধ্যায়।
যখন যা লিখেছ ,মন ভরে নি
তাই তোমার গল্পেরা হয়ে ওঠে উপন্যাস
গল্প হয়েছে নাটক
গল্প হয়েছে কবিতা,গান।
রবি ঠাকুর,তুমি সবার ঠাকুর হয়েও
হৃদয় ভেঙেছিলে তার
কাদম্বরী দেবীর সুইসাইড নোট
অভিমানে ভরা ,ছিলো ভালবাসার হার।
প্রকাশ করনি —
মৃণালিনীদেবীর আত্মকথা,
গুরুত্বও দাওনি
তার অন্তরে ছিল কত ব্যথা।
রবি ঠাকুর,তুমি সবার ঠাকুর হয়েও
আত্মতৃপ্ত হওনি কোনো দিন।