চিনতে পেরেও
না চেনার ভান,
বাতাসে যদি
পেতে রাখি কান
বুকে যদি তার
ভরা অভিমান
তবুও তো গায়-
গুন-গুন গান।
মুখে যদি তার
নাই থাকে হাসি
তবু যদি বলে
আমি খুব খুশি
সত্যিটা ফাঁস হয়ে গেলে
লজ্জায় মুখ হয় ম্লান।
মনে যদি থাকে
চাপা ভালোবাসা
ওই চোখে তোর
থাকে যদি আশা
বলে দে না মন
মনের ভাষন
তুই যে আমার
শুধু তুই যে আমার।