তোমায় কদম ফুলে সাজাবো
কদম তলে নাচাবো
রিমঝিম বর্ষা তালে
মাদল আমি বাজাব।
গায়ে মেখে ফুলের রেণু
বাজাব আজ মোহন বেণু
আবার বৃন্দাবনে চড়াবো ধেনু
থাকব চেয়ে তোমাপানে।
নিশি রাতে কুঞ্জ বনে
থাকব আমি তোমার সনে
মধুর প্রেমের বিনিময়ে
থাকব আলাপনে-
ও রাই তোমার সনে ।