একটা নামহীন সম্পর্ক হোক,
যেখানে ডাকাডাকির কোলাহল নেই,
ভাষার জটিলতা নেই,
কোথায় জানি পড়েছিলাম,,
"তুম মেরা নাম না পুছা করো" ।
আসলে সম্পর্কে নাম দিতে নেই,
পৃথিবীর বেশিরভাগ অপার্থিব জিনিষগুলোই সংজ্ঞাহীন, অনারম্বর ভাবে ঘটে;
নামের তকমার চেয়ে,
মানুষগুলো নাহয় প্রিয় হোক।
থেকে যাওয়া মানুষগুলো
বাঁচুক মনের অন্তরালে।
অনুভুতিগুলো ভীর করে আসুক,
ঠোঁটগুলো মিলিত হবার স্বপ্ন বুনুক,
আবদারে বারুক ভালোবাসার গাঢ়ত্ব।
কিন্তু কোনো নাম নয়!
আসলে সবার মানের প্রয়োজন।।।
বুঝলেন??
মানের প্রয়োজন!