না!  আজ আর তার কষ্ট নেই।

শহরের ব্যস্ততা তার আর্তনাদকে    ছাপিয়েছে,
কত একলা সময় সে নির্বিঘ্নে কাটিয়েছে।

মাথার ওপর ছাদ বলতে,ট্রিপল খুঁটির বন্ধন।
জীবন সংগ্রামের লড়াইয়ে বেড়েছে,
হৃদয়ে দ্রুত স্পন্দন।

কি দোষ ছিল তার? হারাতে হয়েছে বাবা মায়ের সঙ্গ,
তবে কি এসব,সৎ-অসৎ মানসিকতার দ্বন্দ্ব?

       সমাজ আজ জানতে চায়...

এখন সে হয়েছে বড় শরীরে জেগেছে যৌবনের মাদকতা।
আজ কামাতুর সমাজের লোলুপ দৃষ্টিই মেয়েটির প্রধান প্রতিবন্ধকতা?

        সমাজ আজ জানতে চায়?