চারিদিকে চেয়ে দেখি,
ধ্বজা উড়ছে,ধর্মের ধ্বজা
হাতলে লেগে রক্তের ছাপ।
দম বন্ধ বাতাসে,
বিভেদের রাজনীতি,
শান্তির অন্বেষনে তৎপর সব;
কিন্তু কোথায় শান্তি?
কেউ দিতে পারেনি খোঁজ।
চোঁখে নিবিড় চাউনি,
একবুক প্রত্যাশা;
হয়তো মিলবে একদিন।
কবে কোথায় কেউ জানে না।
সবাই ছুটছে, খুঁজছে
অর্থ, যশ, প্রতিপত্তির,
পাহাড় জমাবে বলে।
মানুষ ভুলে গেছে,
ভালো থাকা,ভালোবাসা,
গোলাপের সৌরভ
আর নাকে আসে না,
ফুলে আর অলি বসে না,
চারিদিকে আচ্ছন্ন শুধু
কার্বন বারুদের বিষবাষ্প।
চাই শান্তির বারি
চাই সোদামাটির গন্ধ,
চাই বটবৃক্ষের আচ্ছাদন,
চাই মুক্তির সোপান।।