না পাওয়ার লড়াইয়ের ভীরে,
একবুক আর্তনাদের বালিশ চাপা শব্দ;
জাগিয়ে রাখে গোটা পৃথিবীকে।
ডোপামিনের ভারসাম্যহীনতায়,
অসুখী মানুষগুলোর তীব্র হাহাকার।অভিমানের ধস্তাধস্তী চলছে ক্রমাগত,মুহুর্মুহু,বিরামহীন;
সবাই অপেক্ষারত,
একটা উজ্জ্বল দিনের,
কোনো বেনামী গলিপথ পেরিয়ে,
আমরা এগোচ্ছি বিরামহীন ভাবে;
ভাঙছি,হোঁচট খাচ্ছি কিন্তু থামছি না।
সর্বসান্ত মানুষগুলো ছুটতে জানে,
জানে প্রতিদিনকার হারের মাঝেও,
ঘুরে দাড়ানোর প্রবল ক্ষোভ।
তারা একদিন মিলিত হবে,
হাজার হাজার রোডোডেনডন,
সেদিন কুর্নিশ দিতে দিতে,
সূচনা করবে শুভ সন্দিক্ষণের,
মানুষগুলো বেঁচে যাবে সেদিন,
মৃত্যুভয় কাটিয়ে তারা
একটা নতুন পৃথিবী লিখবে,
যেখানে মানুষগুলোর মুখে,
থাকবে তৃপ্তির ছাপ,
যার নাম হবে অন্য পৃথিবী।।