স্মৃতির আকাশে জমেছে,
রাশি রাশি মেঘের ভেলা
আমার শহর বিদায় বসন্তের
ফ্যাকাশে রঙের মেলা।
তোমার মনের গহীনে,
রেখেছ কি আমায় যতন করে?
সব গল্প রূপকথা নয়,
সে গল্প আজও মনে পড়ে।
বাইরে যাবার নানা বাহানায়,
তোমায় দিতাম ছুঁয়ে,
বালিশটা আজ এমনি ভেজে
একাকী যখন শুয়ে।
রয়েছো তুমি রয়েছি আমি,
গল্পটা আমাদের না।
উপন্যাস নাহয় নাইবা হলো
এটাতো ছোটোগল্প না।।
সব কথাতেই এখন যেমন
সেন্টিমেন্ট জাগে,
সেদিনের তোমার বলা "শয়তান" টা,
এখনো আমার হেব্বী লাগে।
ব্যস্ত তুমি ব্যস্ত আমি,
কাজের চাপে খাচ্ছি বিষম,
একটা না হয় মিসকলই দাও,
তোমায় এখনো মিস করি ভীষণ।
স্মৃতিচারণ করতে গিয়ে
লেখনি কাঁপছে,পাতাও ভিজছে শেষে;
দূরত্বের নাহয় পাহাড় জমুক,
আমি ধন্য তোমায় ভালোবেসে।।