একটা অচৈতন্য নীরব শহর,  
রঙচটা বাড়ির দেওয়াল গুলোয়,
লেখা থাকে সাদাকালো ইতিহাস।
জড়াজীর্ণ  ধুকতে থাকা মানুষগুলো,
ঠোটের মেকী হাসি মেখে,
আক্ষেপ লুকায় প্রবল সন্তর্পনে।
এ শহরের আকাশ বাতাস যেন,
বিচ্ছেদের ফ্যাকাশে ক্যানভাস।
ভালোবাসার নামে শুধুই  প্রহশন ,
শরীরে শিহরণ খেলে যায়,
ভগাঙ্কুরের উষ্ণ স্রোত।
বুকের ভাঁজে হারানো মানুষগুলো,
কাঁজল লাগানো চোঁখের,
পরোয়া করেনি কোনোদিন।
সময়ের গোধুলির রাঙানো পথে,
সেই বিষন্ন শহরের মানুষগুলো ফেরে।
তারা হারায়, ফুরোয় না।
পরে থাকে ধুলো পরা বস্তা বন্দী স্মৃতি,
আর মন কেমনের ফানুষ।।