স্বভাবে আমরা কাল্পনিক,
আমাদের প্রত্যেকের আছে,
একটা নিজস্ব ভাবনার রাজ্য,
সেখানেই ভাসাই, আবেগের খেয়া।
অনুভূতি হল রঙবেরঙের ফুল,
আর সেই ফুল দিয়েই,
আমরা কল্পনার বাগান সাঁঝাই।
জানো?আমরা যারা দুঃখ বেঁচে খাই,
দুঃখ তাদের পিছু ছাড়ে না!
সবাই যেন কোন না কোন
না পাওয়ার অসুখে ভুগছি,
হতাস হচ্ছি,গড়ার থেকে ভাঙছি রোজ।
জীবনকে উপভোগ করিনা আগের মতো,
ভেঙে যাওয়া মানুষ গুলোর মতো ভালোবাসতে ভুলে যাচ্ছি,
আমরা যেন মাঝ সমুদ্রে
আটকে যাওয়া হতভাগ্য নাবিক,
আমরা জানিনা গন্তব্যের সন্ধান,
পরিত্রানের উপায়, মুক্তির পথ,
তাই কল্পনায় আমরা সুখি,
আমরা চাইনা এই কল্পনার ঘুম ভাঙুক,
এভাবেই বারুক খুশী থাকার পরিধি,
চোখে মুখে জমুক তৃপ্তির ছাপ।
আর ভালো থাকুক,
ভালো থাকতে চাওয়া মানুষ গুলো।