বাইরে যখন আধার গভীর
ফুটপাতে কমে মানুষের আনাগোনা,
ল্যম্পপোষ্ট ঘেসে দাঁড়িয়ে ওরা...
দেয় শরীর ছোঁবার পরোয়ানা।।

চলে ঘন্টাখানেক দর কষা-কষি
শেষে বিক্রি হয় মেয়েমানুষের দাম।
একথা তারা বলবে কাদের?
নেইতো কোনো নীলচে খাম।।

ভালোবাসা যারা পেতে পারতো
তারাই বঞ্চিত ভালোবাসায়;
হাসিমুখে উৎসর্গ করে শরীরখানি,
শুধু দুঃখেরা মনে ঘুন ধরায়।।

দায়িত্ব তো নিতেই হতো
ওরা যে কারো মা,মেয়ে কিংবা নাতনি
তাইতো মুখ বুঝে সবটুকু সয়,
যতই চলুক হাড়ভাঙা খাটনি।।

চিল শকুনের দল যতসব
ছুঁচ্ছে ওদের যত্র তত্র,
অসহায় হয়ে সয়ে যায় কেবল;
দিবা নিশি কিংবা রাত্র।।

ওদেরও কেউ বাসবে ভালো
হৃদয় ছোঁবে তৎক্ষণাৎ
কাছে ডেকে আপন করবে
কাঁধে রাখবে নিজের হাত।।

সুজয় দাস