অনন্ত রাত্রির অন্ধকার পেরিয়ে নিষিদ্ধ কুয়াশা ডিঙিয়ে
নতুন ভোরে এসে হাল ধরেছে সময়ের ক্লান্তিহীন যাত্রা,
স্বার্থের উর্দ্ধে উঠার কোনো প্রয়াস নেই,
শুধুই ব্যক্তিগত প্রয়োজন কিনছে তারা সবাই।
নিজেকে বদলানো অনেক চেষ্টা
অনেক রাত জেগে অনুশীলন,
কোনো লাভ উঠছে না
বলতে গেলে বারবার অতীত ভ্রমণ।
তোমাকে আমি কাজে নিতে পারি
পারি কোনো বিকেলে বিস্তীর্ণ মাঠের সামনে গিয়ে দাঁড়াতে
এর বেশি আর কিছু নেই অনেক ব্যাথ্যার অধ্যায় শেষে,
তুমি ফেরে যেও তারপর তোমার স্বার্থের আকাশে।
আর কোনো ইচ্ছার দৌড় নয় নয় কোনো আবেগ,
সব আজ স্বার্থে বাঁধা টাকায় চলে মনের গতিবেগ।