তড়িৎচুম্বকীয় বাহন চড়ে যে
অনুভূতি কড়া নাড়লো
আমার হৃদয়-দরজায়,
সে তোমার ক্ষনিকের ছন্দ পতন
বিলীন হবে মহাশুন্যে
আকস্মিক নতুন তারায়।
জোসনা রাতের উষ্ণতা
গভীর শীতলতায় সাজে
এখনো উল্কা পতনের শব্দ
আমার কানে বাজে।
নিজেকে লুকোনো কি যায়?
চোখ বড় বেঈমান হয়
বারবার তাই হার মানো তুমি
মিথ্যা প্রতিদ্বন্দিতায়।
সময়ের স্রোতে চেপে যদি
কখনো স্মৃতির চর জাগে
তুমি আমি দুজনেই ভুল ছিলাম
এ প্রমান পাবে আগে।