সহসা ঝড় এসে ভাঙলো দুই কূল
ভয়াল জলোচ্ছাস
ভাসিয়ে রেখেছি ভেলা হাত দুটো বাড়াও
নিঃশব্দ এই আশ্বাস।
মাঝরাতে নামে তারা খোলা জানালায়
আমার অপেক্ষায়
সূর্য অস্থির হলে আমার ঘুম ভাঙবে
রিক্ততা জমবে।
একটা সহজ কথা বাংলাতে ও বলা যায়
ভুল আমার ও ছিলো
তাহলে দেখবে নীল হবে আকাশ অনন্ত
হঠাৎ আসবে রঙ্গিন বসন্ত।
একটা প্রজাপতির ডানায় লিখেছি
তোমার ছোটো নাম
সেই প্রজাপতি তুমি খোঁজই নাও নি
অনুভূতি পেল না দাম।