দেখা হবে আবার নিশ্চয়ই কোনো একদিন
সেদিনও পশ্চিম আকাশে রাঙা মেঘের ঢল
বইবে মৃদু মন্দ হাওয়ায় ষড়শীর কালো কেশ
আমি ভীষণ গভীরে যাচ্ছি ঠাঁই না পাওয়া তল।
আজ রাত যখন এক দুই নিয়ে হাজির হবে
আমি শেষ পাতাটা বন্ধ করে তুলে দেব বই
তারপর এই অবাস্তব বাস্তবতায় টানবো ইতি
এই মিথ্যে দুনিয়ায় পেয়ে মুক্তি আমি খুশি হই।
নায়েব এসে খবর দিলো হিসাবে সবই ফাঁকি
নিলামে উঠলো আমার এত দিনের জমিদারি
সব ছেড়ে দূরে কোথাও আমি ডুববো আনন্দে
তাই যা চাওয়ার আছে দেব নেই কোনো দরাদরি।
বিদায় বিদায় হে বন্ধুগণ
যত পেলে কাঁটা দান
আমি চাই নিঃশর্ত ক্ষমা
করো আমাকে প্রদান।