আজ কাল করে অতীত জমে গেছে অনেক অনেক
বর্তমানের খাতায় শুধু ফাঁকি ভবিষ্যৎ কেবল বাঁকা হাসি
জীবন সম্পর্কে এক দারুণ উপলব্ধি
এক পাঁপড়ওয়ালাও আমার শৈশব বয়ে বেড়ায়।
ওর ডাকে একদিন আমার শৈশব হঠাৎ মিষ্টি হয়ে
উঠতো প্রবল ,আমি আবার ফিরতে চাই সত্যি চাই।
আজকে আমার দুনিয়ায় রং বলতে শুধুই নীল
বিরল হয়ে গেছে ছোটবেলার যত খুশি অনাবিল।
প্রত্যেক ভোরের আলোয় আমি নিজেকে রাঙিয়ে
নিই,আরো একটু বেঁচে থাকার শক্তি সঞ্চয় করি
এর থেকে কি আর সম্ভব কেবল এটাই করতে পারি।
কিছুক্ষণ একলা বসে থাকি আর একমনে ভাবি
নীলকণ্ঠের শক্তিতে নিজেকে বন্ধু করি প্রতিবার
তারপর যাত্রা শুরু আমি হয়ে যাই দুর্নিবার।