ক্লান্তির শহরে উষ্ণতা বাড়ায় অস্থিরতা
মনরাজ্যে আজ হালকা বসন্ত এলো
অসময়ের আবেশী মৃদু ভালোলাগা,
তাই সারারাত অঝোর বৃষ্টি নিঃসঙ্গ রাতজাগা।
এই পথ সময়ের পদচারণ
কিছুটা থেমে বিমূর্ত শিহরণ,
নীল আকাশের নিচে আমার পৃথিবী
পথের কোলে দন্ডায়মান কম্পিত দাবী।
পলাতক গানের ভাঁজে ভাঁজে অনুভূতি
অনেক চেনা গন্ধে অচেনা দ্বন্দ্বে
অভিমান বিচ্ছুরণ এলোমেলো ব্যাপ্তি,
এই অবাক শ্রাবনের গভীর রাতের আপত্তি।
যেখানে আজ বৃষ্টির মিছিল
এই বর্ষার বিস্মিত সাজসজ্জায়
আমার কান্নারা আজ গোপন সভায়
আমি এক রঙ্গমঞ্চ নিখুঁত অভিনয়।