আমার যা কিছু আছে সত্যি কিংবা মিথ্যে
তোমার কাছে আমি কিছুই রাখবো না অজানা
আমার শক্তি আমার ইচ্ছে তোমার নিজস্ব ধারণা,
নির্দিষ্ট কিছু বৃত্তে তোমায় ঘিরে আমার আনাগোনা।
অনেক কাহিনির কোণে কোণে জমে যায় মিথ্যে
তার অন্ধকারে তৈরি হবে ভাঙা সম্পর্কের ভিত্তি
তাই সেখানে তোমার হোক উজ্জ্বল উপস্থিতি,
এখানে রেখো না কোনো অযাচিত আপত্তি।
তুমি হাসতে পারো হঠাৎ অভিমানে পুড়তে
তুমি নদী ভালোবাসো কখনো ডুবতে
আমি এই বিশৃঙ্খলায় বাকরুদ্ধ দর্শক
এভাবেই চলুক সময় এভাবে ভালোবাসা হোক।
জমে যাওয়া ব্যাথার হিমবাহে একদিন
আমি অনুপ্রবেশ করি নিষিদ্ধ আবেগে
বয়ে যাক এ জমা ব্যাথা মৃত সৈন্যের স্মৃতি ধুয়ে
আমার দুরন্ত ইচ্ছেরা ঘোরেফেরে দুর্ঘটনা হয়ে।