খেলাঘরে তাসের ঘর নাকি
তাসের ঘরে খেলাঘর,
প্রশ্ন বয়ে আনে বিদঘুটে অন্ধকার।
তোমার কোনটা সত্যি আর কোনটা
তোমার অভিনয়ের রিহার্সাল,
সমুদ্রে উত্তাল ভেসে আসে গোলমাল।
কিছু ভালো লাগা ফিরে যায়
ফিকে করে রং ছুঁড়ে দিয়ে বদনাম,
গোলকধাঁধায় গোলক মস্তিষ্ক
অন্তরে জ্বালা ফুরিয়েছে তার দাম।
পাখির ডানায় কোনো সন্ধ্যায়
নীড়ে আসে একরাশ প্রতিশোধ,
সময় আর নিশ্চিত দুঃখ ভোগ
তবুও গায়ে রোদ পড়ে অদৃশ্য সব দোষ।
আবারো রং ফিকে হয়ে যায়
নির্বাক তোমার খেয়ালি দুনিয়ায়
অন্তরে অন্তরে বিষ ছড়িয়েছো
বিশ্বাস খুঁজি তাই আলেয়ায়।