আমি কালের কণ্ঠে সাড়া দিয়ে পিছিয়ে আসি
নিঃশ্বাস নিই নিষিদ্ধ পল্লীর ভয়াবহ দুর্ভাগ্যে
বিস্তৃত লাশের সীমারেখা পেরিয়ে আমি স্তম্ভিত,
নানা বাহানার অলিগলি দিয়ে চলে সূর্য অস্তমিত।
হাহাকার আর চাপা কান্নায় শহরের
তরঙ্গীত হাওয়ায় ষড়যন্ত্র বুনে চলে অলস মস্তিষ্ক
অনেক ব্যর্থ আর কুন্ঠিত দোলাচলে ফিরছে বসত বাড়ি,
সুন্দরের সাথে চলছে আমার তোমার আড়ি।
অনেক অনেক মেঘ জমে গেছে হৃদয় আকাশে
বৃষ্টির ভীষণ প্রয়োজনে রাস্তায় ধুলোর মিছিল
চাতক পাখি আর পাখি নেই জড় হৃদয়ের স্বত্বাধিকারি,
তোমাদের যন্ত্রনা আর হতাশা আমার আমদানি রপ্তানি।