শোনো-রে বিশ্ববাসী,
মর্মাহত এক কাহিনী।
এই কাহিনীতে যুক্ত আছে,
শেখ মুজিবের জীবনী।
গোঁপালগন্জের টুঙ্গীপাড়ায়,
পিতৃনিবাস ছিল তার।
শোষকগোষ্ঠীর অত্যাচারে,
কারায় গেছেন বহুবার।
মনে ছিল মহৎ আশা,
সোনার বাংলা গড়িবার।
দুষ্কৃতিকারীরা ছিনিয়ে নিলো,
বঙ্গবন্ধুর পরিবার।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট,
সারাবিশ্ব কম্পমান।
বাঙ্গালী জাতি হাঁরালো তার
শ্রেষ্ঠ সেই সন্তান।।