সবাই কথা রেখেছে,২৭ টি বছর কাটল,সবাই কথা রেখেছে।
ছোটবেলায় এক বোষ্টুমী তার প্রেমের গান হঠাৎ থামিয়ে বলেছিল-
বাকি দু লাইন বড় হলে শোনাবে।
১৫ টি বছর পর বোষ্টুমী তার বাকি গানটুকু শোনাতে চাইলো
তার চোখে মুখে এখন বয়সের ছাপ এঁকেছে-
তাই আর তার গান শুনতে মন চাইলো না।
সেদিন মেয়েটি হাত ধরে বলেছিল-
যদি চাকুরি পাও তবেই বিয়ে করবো
নইলে হাতে রাখি বাঁধবো।
সমস্ত শহর তন্ন তন্ন করে খুজেছি একটা চাকুরি
এখন মেয়েটি অন্য কারো বউ আর-
আমার হাতে তারই বাধাঁ রাখি।
বাবা বলেছিল,বড় হও বাবু সোনা
তোমাকে তিন প্রহরের বিল দেখাব
যেখানে মানুষ ধান আর মাছ একসাথে চাষ করে।
এখন অনেক বড় হয়েছি তাই বাবা আমাকে-
সেই বিলে দু বিঘা জমি কিনে দিয়েছে  ধান আর মাছ চাষের জন্য।
মেলা থেকে একটা ঘুড়ি ও কিনতে পারিনি সেদিন
ধনীর ছেলেরা দেখিয়ে দেখিয়ে সেদিন আইস্ক্রিম চুষেছে
আমোদে ভেসেছে।
আমি শুধু ভিখারীর মত গাছের আড়ালে লুকিয়ে দেখেছি।
বাবা বলেছিল একদিন আমরা ও আমোদে ভাসবো,
আজ আমরা তাদের সাথেই আমোদ করি।
যে বন্ধুটি টাকা ধার নিয়ে বলেছিল
তোর এই ঋন কোনোদিন শোধ দিতে পারবো না,
সে আজ ও তার কথা রেখে চলেছে।
সবাই কথা রেখেছে,২৭ টি বছর কাটল, সবাই কথা রেখেছে।
যারা কথা রাখিনি তাদের কথা না হয় অন্য একদিন হবে।।