ছোটবেলার সেই দিনগুলি আজ
চলে গেছে বহুদুর।
মনের মাঝে এখনো বাজে
তোমার শাসনের সুর।
স্কুল পালিয়ে তোমার হাতে
মার খেয়েছি কতো।
সাথে বকুনি কান ধরিয়ে
রেখেছো কত শত।
বন্ধুদের সাথে মাছ ধরতে
গিয়েছি কত ডোবায়।
তুমি বলতে ছাল ছাড়াবো
বাড়ি আসলেই হয়।
শীতকালে পুকুর পাড়ে
ঠান্ডা জলে নিয়ে।
শরীরের কাঁদামাটি
উঠাতে ঘঁষে ঘঁষে।
অসুস্থ হলে তুমি মাগো
থাকতে বসে পাশে।
খাইয়ে দিতে নিজের হাতে
অনেক যত্ন করে।
রাতে যখন পড়তে বসতাম
তুমি থাকতে কাছে
ভাবতে তুমি ঘুমিয়ে পড়বো
রাত না জাগলে সাথে।
এখন মাগো অসুস্থ হলে
কেউ থাকে না পাশে
এতো আদর দিয়েছিলে তবে
পর করবে বলে।
লেখাপড়া কেনো শেখালে
করলে না কেনো চাষী।
আমি যে তোমাদের কাছে
থাকতে ভালোবাসি।।