খাটিঁ মানুষ হবো কেমনে বলতে পারো কেউ?
সোনার কাছে জিজ্ঞ্যেস করি
আগুনে পুড়ে তুমি হও খাঁটি
তাহলে আমরা কেনো মাটি?
সোনা কেঁদে কয়-
আমরা পুড়ি না তোমরা পোঁড়াও
স্বার্থপর তোমরা জাতি।
কি করে তবে হবে খাঁটি?

সমুদ্রের কাছে জিজ্ঞ্যেস করি-
বহুকাল হতে আছো তুমি
তোমার পানি ও লবন খাঁটি
আমরা ও তো আছি ভাই সেই আদিকাল হতে
তাহলে আমরা নই কেনো খাঁটি?
সমুদ্র কয়-আমরা কাঁদছি বহুকাল হতে
নিজেদের নয় পৃথিবী বাচাঁতে
এটা আমাদের চোখের পানি শুধুমাত্র আমরা জানি।
তোমরা ভাই ধ্বংসে মগ্ন
হানাহানিতে হচ্ছো নগ্ন।

আমি সূর্যের কাছে জিজ্ঞ্যেস করি-
প্রত্যেক দিন উঠো তুমি তোমার জ্যোতি ও সত্যি খাঁটি
আমরাও তো তোমার সাথে উঠি
তাহলে আমরা নই কেনো খাঁটি?
সূর্য হেঁসে কয়-
আমরা উঠি সবাইকে জাগাতে অন্ধঁকারে পথ দেখাতে
তোমরা ফেলে দাও অন্যকে আলো নয় অন্ধকারে।

বুঝেছি ভাই বুঝেছি-খাঁটি অর্থ পেয়েছি
সব বুঝেও হবে না হূশ
ভাইরে আমরা মানুষ।।