আজ ও বাতাসে ভাসে তোমার শরীরের গন্ধ,
সবুজ ঘাসের উপর বসা চিহ্ন গুলি আজ ও অমলিন ।
ক্যাম্পাস জুড়ে অগণিত কাপল এর ভিড়ে,
একটি কাপল চুরি হয়েছে সময়ের মিথ্যা প্রলোভনে ।
রেস্টুরেন্ট আর চায়ের দোকান-চেনা গলি আর মহল্লা,
দুজনের প্রিয় ক্যাফেটেরিয়া-
শরীর-মন কুড়ে খাচ্ছে অজস্র ব্যাকটেরিয়া ।
ফোনটা এখন কোমাতে ,
অক্সিজেন নাই অভিমান করে আইসিইউ তে আজ ভর্তি ।
পরিপাটি মুখ গোছালো জীবন,
জঙ্গলে ভরেছে মুখের চারিপাশ ,
গোছালো শব্দটা জাদু ঘরে আজ বন্দি ।
নদীর চর ভাঙে গড়ে কার ইশারায়,
ভাঙা টাই তার বইয়ে লিখেছে কোনো এক বিধাতায় ।
কোলাহলে মুখর সারা শহর জুড়ে নিয়ন বাতির আলোয়,
অন্দ্বকারে চুপ-চাপ এখন দুরন্ত সেই ছেলে ।।