নারী,আর কতো কাল সহ্য করবে-
পুরুষের বাড়া-বাড়ি।
শৈশব-কৈশোর পার করেছো আপন পিতৃ-লয়,
বিয়ের পর সব ছেড়ে হয়েছো অসহায়।
যে ছিলে তূমি, বাবা মায়ের নাড়ী ছেড়া ধন,
আজ কেন তোমার দু-চোখ বেয়ে অশ্রু বিসর্জন।
ভালবেসে যে পুরুষের ধরেছিলে হাত,
ভেঙ্গেছে মন,ভেঙ্গেছে হৃদয় দিয়ে অজুহাত।
নারীর গর্ভে জন্ম নিয়ে,নারীকেই করলো ধর্ষণ,
তারপর ও কেন তাদের প্রতি ভালবাসা করছো বর্ষণ।
হায়-রে অবুঝ,হায়-রে বোকা,
সবাই তোমায় দিলো ধোকা।
বুঝবে কবে তোমার ভালো,তোমার খারাপ কিসে,
নিজেকে তুমি সম্মান করো,নিজেকে ভালবেসে।
আর কতোকাল নারী তুমি,করবে  আহাজারি-
অসুর নিধন করতে হবে,হাতে নাও তরবারি।।